প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৫:০২ পি.এম
চৌহালীতে চোরাই ফার্নেস অয়েল উদ্ধার, আটক ৫

চৌহালী (সিরাজগঞ্জে) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী থেকে চোরাই ফার্নেস অয়েল (বিদ্যুৎ প্লান্টে ব্যবহারের তেল) উদ্ধার করেছে নৌ পুলিশ। এসময় চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্লাকহেড জব্দ ও ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ এলাকায় যমুনা নদীর অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, গত দুদিন ধরে চরসলিমাবাদ(ভূতের মোড়) যমুনা নদীর ঘাটে একটি বাল্কহেড দেখে উৎসুক জনতা ভীড় করে। শুক্রবার দুপুরের দিকে নৌ পুলিশের সদস্যরা অভিযান চালায়। নৌ পুলিশের একটি সূত্র জানান, মুন্সিগঞ্জ থেকে বেশ কয়েকদিন আগে সঙ্গবদ্ধ একটি ডাকাতচক্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহারের জন্য ফার্নেস অয়েল পরিবহনকারী জাহাজ থেকে তেল চুরি করে। গোপন সংবাদে জানা যায়, বিপুল পরিমান চোরাই তেল নিয়ে একটি বালু পরিবহনের ব্লাকহেডে করে চৌহালী উপজেলার চরসলিমাবাদ যমুনা নদীর ঘাটে ভিড়েছে। এদিকে শুক্রবার নারায়নগঞ্জ ও টাঙ্গাইল এবং চৌহালী থানা নৌ পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক ও ব্লাকহেড জব্দ করেছে। আটককৃতদের পরিচয় এবং কত কি পরিমান তেল উদ্ধার সে বিষয়ে জানা যায় নি।
অভিযানে থাকা নৌ পুলিশের কর্মকর্তারদের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করলে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে তারা বলেন, নৌ পুলিশের প্রধান কার্যালয় থেকে প্রেস ব্রিফিং করা জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat