প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৪, ৮:১২ পি.এম
চৌহালীতে ডিগ্রি পরিক্ষায় নকল সরবরাহ দায়ে দুইজনকে কারাদণ্ড

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে ডিগ্রি পাস পরীক্ষায় নকল সরবরাহের দায়ে সোমবার (১ জুলাই ) দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ দণ্ডাদেশ দেন।
চৌহালী এসবিএম কলেজ কেন্দ্রে চলমান ডিগ্রি পরিক্ষার হিসাববিজ্ঞান তৃতীয় পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে থেকে নকল সরবরাহের চেষ্টাকালে উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের ওমর ফারুক (২১) কে ১৫ দিন ও উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের মোছা: মমতাজ পারভীন (৪৫) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, চৌহালী এসবিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে থেকে নকল সরবরাহের চেষ্টাকালে ওই দুজন ব্যক্তিকে নকলসহ হাতেনাতে ধরা হয়।
পরে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat