প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:৫৬ পি.এম
চৌহালীতে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শিশু বলাৎকারের মামলায় গ্রেফতার চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.জুয়েল রানার বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার চরসলিমাবাদ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, পরিবারের লোকজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন । এসময় বক্তারা বলেন, এটি একটি ষড়যন্ত্র মূলক মামলা পারিবারিক ও রাজনৈতিক ভাবে তাকে হেনস্তা ও ফাসানোর জন্য একটি কুচক্রী মহল তার নামে মিথ্যা মামলা করান ।
তার পরিবার জানায়, জুয়েল রানা ছোট থেকে নম্র ভদ্র এবং সৎ ব্যক্তি, কিছু লোক তাকে পারিবারিক ভাবে হেনস্তা করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে তার মুক্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহার ও তার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি জানাই।
উল্লেখ, ১৩ জানুয়ারি এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানার বিরুদ্ধে ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করে। মামলার পর গত রবিবার মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় ইতিমধ্যে জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat