ইমরান হোসেন আপন, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কৃষকের ঘড় , আসবাবপত্র সহ নগদ টাকা আগুনে পুড়ে ছাই হয়ছে। ২০ মার্চ বুধবার দুপুরে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের দক্ষিণ খাষকাউলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, বুধবার দুপুরে দক্ষিণ খাষকাউলিয়া গ্রামের আজ সেখের ছেলে হারুন অর রশীদ সেখের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এলাকাবাসী ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও একটি ঘড়, সকল আসবাব পত্রসহ নগদ টাকা পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডের খবর শুনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ও খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদ বিদ্যুৎ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat