প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ২:৫৩ পি.এম
চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মধ্যে প্রশাসনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চৌহালী উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে জুলাই-আগষ্টে আহত দশ জনকে ১০ হাজার করে নগদ সহায়তা প্রদান করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমন্বয়ক এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি। চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) জুয়েল মিয়া, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, থানার ওসি জিয়াউর রহমান, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, পিআইও হেকমত আলী, বীরমুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat