চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মো. হযরত আলী (৭) ও খাদিজা খাতুন (৬) নামের দুই শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নৌকা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. হযরত আলী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকি পশ্চিম পাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও খাদিজা খাতুন একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। তারা দুইজন আপন চাচাতো ভাই-বোন।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম জানান, শিশু দুইটি তাদের দাদার সঙ্গে দুপুরে যমুনা নদীতে গোসলে নামে। একটু পর তাদের দাদা বাড়িতে পাঠিয়ে দেয়। পরে দাদা বাড়িতে গিয়ে তাদের দেখতে পায় না। আশেপাশে অনেক যায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে নদী পাড়ে গিয়ে তাদের পায়ের জুতা দেখতে পায়। নদীর পাড়ে জুতা পরে থাকতে দেখে পরিবার ধারণা করছে তারা নদী থেকে বাড়ি না ফিরে আবারো নদীতে গোসলে নামলে নদীর স্রোতে তারা ডুবে যায়। বিকেলে স্বজন ও স্থানীয়রা নদীতে উদ্ধারের চেষ্টা চালায়। অনেক খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি৷ চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে সন্ধ্যা হওয়ায় আগামীকাল সকাল থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat