সবুজ এইচ সরকারঃ
সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সক্রিয় কর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে, জুলাই আগস্টের আন্দোলনে অকুতোভয় সংগ্রামী প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে হত্যাকরী ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ
শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ রায়হান সেখ,
মানববন্ধন পরিচালনা করেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিন সরকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নিয়ল পারভেজ নিরব, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাহাদ আল বিজয়, সিরাজগঞ্জ পলিটেকনিক ছাত্রদলের নেতা জিসানুর রাহাত ফারদিন, ইফতেখার কিবরিয়া বিবেক,রবিন সালেহ, সাদিকুল হাসান শুভ, নাইমুর রহমান ভূইয়া, মো: শিহাব সেখ, মো: তানজির আহমেদ সহ শিক্ষার্থীবৃন্দ।
সিরাজগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ রায়হান সেখ বলেন, নিহত জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদল করার জন্য বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক সংগঠন প্রতিবাদ করেন নাই। কেন এত ছাত্রদলের উপর নির্মমতা। কেন নৃশংসভাবে হত্যা করা হলো এর সুষ্ঠু বিচার চাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই ও গ্রেফতারের দাবি জানাই।