দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহতের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলটি। এ ঘটনায় দুই গ্রুপের দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) গভীর রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পদ স্থগিত হওয়া নেতারা হলেন- এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্য সচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদার।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনায়েতপুরে বালুমহাল ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক পর্যায়ে নাম আসায় থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্য সচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদারের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হলো। এছাড়াও ঘটনার তদন্তে জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি করা হয়। কমিটির বাকী সদস্যরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।
তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত প্রতিবেদন দিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু বৃহস্পতিবার দুপুরে বলেন, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে দলের নেতাকর্মীরা বিক্ষোভ করে। আমরা তাৎক্ষণিকভাবে এ ঘটনার তদন্তে কমিটি গঠন করেছি এবং দুজনের পদ স্থগিত করা হয়েছে।
এদিকে দলের দুই নেতার পদ তাৎক্ষণিক স্থগিত করা ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। দলের শৃংখলা ফেরাতে এ ধরণের সিদ্ধান্ত নেওয়া জেলা কমিটিকে ধন্যবাদও জানিয়েছেন তারা।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় এনায়েতপুরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও সাবেক মন্ত্রী মেজর (অব:) মঞ্জুর কাদের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। বুধবার (১৯ মার্চ) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন।
এ হত্যাকান্ডের প্রতিবাদে রাতেই এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় আমিরুরল ইসলাম খান আলীমের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।