নিজস্ব প্রতিবেদক
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় স্কুল ও কলেজ ছাত্রীদের সাথে বালিশ পাচার খেলায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করলেন ৭৪ বছর বয়সী রাজনীতিবিদ সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ রুমানা মাহমুদ।
বৃহস্পতিবার( (২৩ জানুয়ারি) সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
ক্রীড়া প্রতিযোগীতার এক পর্যায়ে বালিশ পাচার খেলা শুরু হলে তিনি নিজে অংশগ্রহণের ইচ্ছাপোষণ করেন। ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের সাথে খেলায় অংশ নিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন। খেলায় দ্বিতীয় স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুখসানা খাতুন ও তৃতীয় স্থান অর্জন করেন একাদশ শ্রেণীর ছাত্রী বর্ষা। রুমানা মাহমুদ প্রতিযোগীতায় অংশ নেওয়ায় অন্যান্য প্রতিযোগী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
এর আগে বেলা ১১টার দিকে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ। কলেজের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদ প্রশাসক ও সদর উপজেলা কৃষি অফিসার আনোয়ার সাদাত, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা, সাধারণ সম্পাদক নুর আলম মুন্সী, সহ-সভাপতি আনিসুর রহমান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat