দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জে রায়গঞ্জের জৌলুশ হারাতে বসেছে ভূঞাগাঁতীর শতবর্ষী মহাঅষ্টমীস্নানের মেলা।প্রতি বছরের ন্যায় এবারও বাসন্তীদেবীর পুজা উপলক্ষে শতবর্ষী অষ্টমীস্নানের মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার ফুলজোড় নদীর তীরবর্তী ভূঞাগাঁতী গ্রামের এ মেলা শুরু হয়।
উপজেলার ঘুড়কা ইউনিয়নের ফুলজোড় নদীপাড়ের ভূঞাগাঁতী, ধানগড়া ইউনিয়নের নলছিয়া ও রায়গঞ্জ পৌর সভার ধানগড়া বাজার এলাকায় ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলা সম্পর্কে স্থানীয়রা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাপমোচনে পুণ্যস্নানের একটি তিথি হলো চৈত্র মাসের অষ্টমী স্নান। মহাভারতের বর্ণনা অনুযায়ী, ব্রহ্মপুত্রের জলে স্নান করে পাপমুক্ত হয়েছিলেন বিষ্ণুর অবতার পরশুরাম মুনি। ব্রহ্মপুত্রের শাখানদী ফুলজোড় নদীর ভূঞাগাঁতী এলাকায় উপজেলার বিভিন্ন এলাকার ভক্তরা স্নানে অংশ নেন।
অনুষ্ঠিত উপজেলার ৩টি স্থানে মেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, গৃহস্থালির বিভিন্ন দরকারি জিনিসের পাশাপাশি মেলায় উঠেছে ঝুরি, মুড়কিসহ নানা স্বাদের মিষ্টান্ন। বিক্রি হচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা, মসলাজাতীয় খাবার ও মৌসুমি ফল।
ভূঞাগাঁতী এলাকার বাসিন্দা পল্লবী রাণী বলেন, সবার অংশগ্রহণে আগের মতোই জমজমাট হয়ে উঠেছে মেলা। মেলায় ছোটদের বায়নার বিভিন্ন জিনিস কিনতে হয়। সেই সঙ্গে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে হয় বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, ‘কথায় আছে, আমাদের বারো মাসে তেরো পার্বণ। তবে মেলা এ পার্বণের বাইরে আরেকটি উৎসব। এ উৎসবে সব বয়সী মানুষের পাশাপাশি নারী পুরুষের অংশগ্রহণে মেলাকে জমজমাট করে তোলে।’
অন্যদিকে নলছিয়া ও ধানগড়া বাজার জুড়ে মেলার দোকান বসেছে। মেলায় রঙিন ঝুড়ি, খৈয়ের মুড়কি, চিনির সাজ, বাতাসা, খাগড়াই, গজা, মিষ্টি, জিলাপি, মাছ, মাংস, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র ও নানা রকমের খেলনা বেচাকেনা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় মানুষের ভিড়ও বাড়তে থাকে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat