প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৪:২০ পি.এম
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের দেহ থেকে মাথা আলাদা, আহত ২

মাসুম হোসেন অন্তু,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান থেকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মিরাজ (২০) নামের এক যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া - নগরবাড়ি মহাসড়কের পাড়কোলা বাজারের মাছ পট্টির সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ পৌর শহরের পারকোলা পশ্চিমপাড়া মহল্লার বরকত মন্ডলের ছেলে। সে পেশায় ভ্যানচালক ও মুরগির খামারে কাজ করে। আহতরা আহতরা হলেন- পাড়কোলা গ্রামের এশরাত মন্ডলের ছেলে সাগর (১৭) ও একই গ্রামের মৃত রতন ইসলাম কাউরির ছেলে আশরাফুল (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাড়কোলা বটতলা মাছ পট্টি নামক স্থান দিয়ে একটি অটোভ্যান পারকোলার দিকে যাওয়ার সময় মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাল বোঝাই ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানের চালক ও যাত্রীরা মহাসড়কে পড়ে যায়। এসময় ভ্যানচালক মিরাজের মাথা ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিপিডি টাস্ট হাসপাতালে নেয়া সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। থানা সূত্রে জানা যায়, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat