উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ বাজারের পশ্চিম পাশ হতে থেমে থাকা পিকআপ ভ্যান থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে মহাসড়কে দাড়ানো পিক-আপ ভ্যান থেকে ৭৮ কেজি গাঁজা উদ্বার ও পিক-আপ ভ্যানটি জব্দ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ জানান,হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ বাজারের পশ্চিম পাশে পিক-আপ ভ্যান ঢাকা (মেট্টো-ঠ ১১-৪৩৯৬) দাড়ানো ছিল। গোপন সংবাদের ভিত্ত্বিতে তল্লাশি করে পিক-আপ ভ্যানের বডির নিচে বিশেষ কায়দায় লুকানো ৩০টি প্যাকেটে ৭৮কেজি গাজাঁ উদ্ধার করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।