দৃশ্যপট প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার সময় কিশোর আটক হয়েছে।
বুধবার (০৮ মে) বেলা ১১টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১৯ নম্বর বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালে তাকে আটক করা হয়।প্রিসাইডিং অফিসার নাজমুল হোসাইন ওই কিশোরকে আটক করে পুলিশে দেন। আটক কিশোরের বাড়ি উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জালালবস্তী গ্রামে।দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রাজিব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জালভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat