নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় অবস্থানরত সিরাজগঞ্জ জেলার জাতীয়তাবাদী মতাদর্শের ছাত্রদের নিয়ে “ঢাকাস্থ সিরাজগঞ্জ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম’র গঠন করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ রনিকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের দুই ২নং সহ-সাধারণ সম্পাদক আ. হ. মুহাম্মদ খোকনকে সদস্য সচিব করে ১০৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের উপদেষ্টা প্যানেল মনোনীত করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদাক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহাবকে।
নতুন এ সংগঠনের অন্যতম উপদেষ্টা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক মতাদর্শের অনুসারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলার নেতাকর্মীদের নিয়ে এ সংগঠন গড়ে তোলা হয়েছে।
সিরাজগঞ্জের যে কোন ছাত্রদের সমস্যায় পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটির কার্যক্রম এগিয়ে চলবে বলে তিনি জানান।