হাদিউল হৃদয়,সিরাজগঞ্জে:
সিরাজগঞ্জের তাড়াশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সবার সাথে পরিচয়, মিল বন্দন, সৌজন্যে বিনিময় উপলক্ষে প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা রিসোর্স সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার তাড়াশের উদ্যোগে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, তাড়াশ শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান।
এতে স্বাগত বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক তাড়াশ শাখার সিনিয়র অফিসার এনামুল হক।
সোনালী ব্যাংক তাড়াশ শাখার সিনিয়র অফিসার আবু তোহার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মো মশগুল আজাদ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিরাপদ দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমকর্তা ইকবাল হোসেন, সোনালী ব্যাংক তাড়াশ শাখার প্রিন্সিপাল অফিসার জাহিদ, তাড়াশ সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা পলাশ, প্রভাষক আবু হানিফ, প্রভাষক মো. মকুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা, হাসিনুর রহমান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat