প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৪, ২:২১ এ.এম
তাড়াশে ঈদ উপলক্ষে ১৬৩৬৩ পরিবারকে ভিজিএফের চাল বিতরণ

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৬ হাজার ৩ শত ৬৩টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল থেকে একযোগে উপজেলার তালম, বারুহাস, সগুনা, মাগুড়াবিনোদ, নওগাঁ, সদর, মাধাইনগর ও দেশিগ্রাম ইউনিয়ন পরিষদ ও তাড়াশ পৌরসভায় দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, যাচাই বাচাই করে গরীব, অসহায়, কর্মহীন ও দুস্থদের চিহ্নিত করে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। সবাই যেন সুষ্ঠুভাবে চাল পেতে পারে তার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করেছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat