সাব্বির মির্জা,(তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে মাত্র চার দিনের ব্যবধানে চারটি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। এতে গ্রামের প্রায় শত’ বিঘা ফসলী জমি সেচের ঝুঁকিতে পড়েছে। এভাবে সেচ যন্ত্র চুরি হয়ে যাওয়ায় জমিতে সেচ দিতে না পেরে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় কৃষকরা জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরেরা তালম ইউনিয়নের চককলামুলা গ্রামের কৃষক শাহিন,কুন্দাশুন গ্রামের সোহরাব হোসেন, গাবরগাড়ীর গ্রামের আব্দুল মান্নান,রোকনপুর গ্রামের শাহজাহান আলীসহ মোট চারটি শ্যালো মেশিনটি চুরি করে নিয়ে যায় চোরের দল।
তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো নাজির উদ্দিন জানান, কৃষকেরা এসব সেচ যন্ত্র দিয়ে নিজের পাশাপাশি অন্যদের জমিতে সেচ দিতেন। কিন্তু যন্ত্রগুলো চুরি হয়ে যাওয়ায় তাদের ফসলে সেচ বন্ধ হয়ে গেছে। সময়মতো সেচ দিতে না পারলে ফসলের চরম ক্ষতি হবে। আমি দ্রুত সময়ের মধ্যে চোরদের শনাক্ত করে সেচযন্ত্রগুলো উদ্ধার করতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি।
কুন্দাশুন গ্রামের কৃষক সোহরাব হোসেন বলেন, তারা যুগ যুগ ধরে শ্যালো মেশিনে সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। প্রতিদিন বাড়ি থেকে আনা নেয়ায় সমস্যার কারণে তারা মেশিনগুলো বস্তা দিয়ে ঢেকে রেখে আসতেন। মেশিনগুলোর একটির দাম ১০-১৫ হাজার টাকা। চাষাবাদের ভরা মৌসুমে এমন চুরির ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, শ্যালো মেশিন চুরির বিষয়টি আমার জানা নেই। তবে এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat