তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গৌরীপুর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ-উল-ফিতরের পরের দিন মঙ্গলবার গৌরীপুর মাঠে, গৌরীপুর গ্রামের এক ঝাঁক তরুন মেধাবীদের সংগঠন বিটপীর উদ্যোগে খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের বর্ষিয়ান লাঠিয়ালগণ অংশগ্রহণ করে খেলাটি প্রাণবন্ত করে তোলেন। সারাদিন ব্যাপি অুনষ্ঠানে নানান খেলার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা ছিলো মূল আকর্ষণ। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ বাহাদুর আলী পলান, সাবেক সেক্রেটারি মোঃ মহর আলী প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর গ্রামের সম্মানীত মুরুব্বি হাজী মোঃ আবুল হোসেন, হাজী মোঃ রহিজ উদ্দিন, জনাব মোঃ রিয়াজ উদ্দিন, বৃপাঁচান গ্রামের জনাব মোঃ আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, বেলকুচি শাখা, সিরাজগঞ্জের প্রিন্সিপাল অফিসার/ব্যবস্থাপক মোঃ আলহাজ উদ্দিন।দিন শেষে পুরুস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সফল পরিসমাপ্তি হয়।