সাব্বির মির্জা,তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে সনাতন ধর্মালম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৬ আগস্ট) সকালে পূঁজা উদযাপন পরিষদের আয়োজনে রাধা গোবিন্দ মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে গোবিন্দ মন্দিরে পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মৃদুল সরকার পলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ ঘোষের সঞ্চালনয় আলোচনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।
আলোচনা সভায় বক্তব্য দেন, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য সংস্থার সভাপতি আশুতোষ স্যানাল, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর, সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী, তাড়াশ পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য সংস্থার সভাপতি গোপাল সরকার, সাধারণ সম্পাদক সম্পদ গোস্বামী প্রমুখ।
পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এ ছাড়াও মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে গীতাপাঠ, পুজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat