তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে সার ও কীটনাশক দোকানে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের পিছনের গেট ভেঙ্গে কীটনাশক, মাছের খাদ্য, মোবাইলের লোড, বিকাশের নগদ টাকা নিয়ে যায়। এতে ওই দোকানদারের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট বাজার এলাকায় মেসার্স হাফিজ কৃষি ট্রেডার্সে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক। এ ঘটনায় মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তোভোগী মো. হাফিজুর রহমান। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের সিসি ক্যামেরা ফুটেজ দেখা যায় চোরের দল গত সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে মুখে গামছা বেঁধে দোকানের পিছনের দরজা ভেঙে বাঁশের সেলিং সরিয়ে মূল দোকানে ঢুকে দোকানে থাকা, বিভিন্ন নামীদামী কোম্পানির কীটনাশক, মাছের ওষুধ, বিকাশ ও নগদের টাকাসহ প্রায় ১০ দশ লক্ষ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে। আশা করছি অচিরেই এ ঘটনার জড়িত সবাই আটক করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat