সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার অন্তর্গত নওগাঁ’য় তাপস শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হযরত খাজা মঈন উদ্দিন চিস্তি (র:) এর দাদা হুজুর কেবলা সুলতানুল আউলিয়া হযরত শাহ্ শরীফ জিন্দানী (রহ:) দরবার শরীফে তিন দিন ব্যাপী ওরশ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে তিন দিন ব্যাপী ওরসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে ও নওগাঁ শাহ্ শরীফ জিন্দানী (রহ:) দরবার শরীফের মতোয়াল্লী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশগুল আজাদের সঞ্চালনায় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মো. খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান (টুটুল) সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাঈদুর রহমান, সেচ্ছাসেবক দলের
সাবেক আহবায়ক মো. শাহদত হোসেন, সাবেক সদস্য সচিব মো. সাইফুল খাঁ, মৎস্য দলের সাবেক আহবায়ক মো. নায়েব আলী, যুবদলের সাবেক আহবায়ক এফ.এম. মো. শাহাআলম, সাবেক সদস্য সচিব মো. রাজিব আহমেদ মাসুম, ছাত্রদলের সাবেক আহবায়ক মো. জাহিদ ফকির, সাবেক সদস্য সচিব মো. শাহাদত খন্দকার, সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের,
তাড়াশ প্রেসক্লাবের সভাপতি মো. সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সাজু প্রমুখ।
তিনব্যাপী ওরস শরীফে চলবে দোয়া, দরূদ, নফল নামাজ ও ধর্মীয় আলোচনা। শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে। ওরস শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ-লাখ ভক্তের সমাগমে মুখরিত হবে। আগত ভক্ত ও জন-সাধারণের নিরাপত্বায় নিয়োজিত করা হয়েছে অতিরিক্ত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের।