নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নাজমুল হাসান বলেন, দীর্ঘদিন পর ফ্যাসিষ্টমুক্ত বাংলাদেশে ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ঈদের পরিবেশটা ভালো ছিল। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে, রাস্তায় কোন যানজটও নেই সব মিলিয়ে বলা যায় সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ঈদ উপলক্ষে আমি দেশবাসীসহ আমার প্রিয় জেলা সদর উপজেলা ও কামারখন্দ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।
তিনি বলেন, আমার প্রত্যাশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। এবং অতি দ্রুত সম্ভব হলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন ছাড়া ও সংসদ ছাড়া বাংলাদেশে কোন সংস্কারের কাজ এগিয়ে নেওয়া যাবে না।
যারা সংস্কার সংস্কার বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, নির্বাচিত জনপ্রতিনিধি বা সংসদ ছাড়া কোন সংস্কার কাজ করা সম্ভব নয়। যেহেতু আন্দোলন সংগ্রাম ও রক্তের বিনিময়ে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন হয়েছে, এই আন্দোলনে যারা তরুণ, ছাত্র, বিএনপির সকল অঙ্গ সংগঠনের যারা তরুণ তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী নির্বাচন তথা রাজনৈতিক দলগুলোতে তরুণদের প্রাধান্য দিয়ে করতে হবে। তাতে সংগঠন যাতে চাঙ্গা থাকবে তেমনি দেশের উন্নয়নে তরুণরা ভূমিকা রাখতে হবে।
তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহবান জানান।
উল্লেখ্য নাজমুল হাসান সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ সরকারী কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যান্ত মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনীতিতে হাতেখড়ি হয়। তরুণ এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য, দপ্তর সম্পাদক, সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-দপ্তর সম্পাদক এবং বর্তমানে সাংগনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।