বিশেষ প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম গুরপিপুল ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এস্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠানে সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনা মূলক বিভিন্ন কর্মশালার মধ্যে দিয়ে প্লাস্টিকের ব্যবহার রোধ,জলবদ্ধতা,মশা নিধন কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয় নিয়ে পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশিগ্রাম গুরপিপুল ইউনিয়ন পরিষদের নিয়োগ প্রাপ্ত প্রশাসক ও তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র পরিষদের সচিব সেলিম রেজা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসার রবিন হাসান,মাঝদক্ষিণা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ,মাঝদক্ষিণা কেয়ার উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের ইউনিট লিডার ও সহকারী শিক্ষক রবিন্দ্র নাথ মাহাতো,ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মনিরুজ্জামান,ইউ পি সদস্য সাদ্দাম হোসেন,মুকুল হোসেন,সুশীল কুমার মাহাতো,ইউ পি সদস্যা চাম্পা খাতুন পাখি,রহিমা খাতুন,সানোয়ারা খাতুন,মাঝদক্ষিণা কেয়ার উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের ছাত্র বৃন্দ সহ আরো অনেকে।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান নিষিদ্ধ পলিথিন ব্যাগ পরিবেশের মারাত্মক ক্ষতিকর বলে প্লাস্টিকের পরিহার করতে হবে জানান। জলবদ্ধতার দূরীকরণের জন্য সবাইকে সচেতন হয়ে জলবদ্ধতার সৃষ্টি যেন না হয় সবাই একসাথে কাজ করতে হবে ও মশা নিধন বিষয়ে অবশ্যই নিজ নিজ বাড়ি আঙ্গিনায় ফেলে দেওয়া পাত্রে দূষিত পানি জমে মশার জীবানু সৃষ্টি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।দোকান পাট,হাট বাজারের পানির ডেনে ময়লা,পলিথিন,প্লাস্টিক সামগ্রী ডেনে গিয়ে জলবদ্ধতায় মশার লাভা ও জীবানু তৈরী হয়ে জনজীবনে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, যেন না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। এজন্য আসুন আমরা আমাদের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি।