উল্লাপাড়া সংবাদদাতা ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম অরুনা খাতুন (৩৪)। সে সলঙ্গা থানার দক্ষিণপাড়া ভরমোহনী গ্রামের মৃত গোলবার প্রামানিকের মেয়ে। সোমবার সন্ধ্যায় ধানক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা ও পেটের ভুড়ি বাড়ানো অবস্থা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্বজনরা জানান, রবিবার রাতে ফোন কল পেয়ে বাড়ির বাইরে যায় অরুনা খাতুন। পরে তাকে খুঁজে না পাওয়ায় বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় ভরমোহনী গ্রামের মাঠের মধ্যে ধানক্ষেতের ভিতরে অরুনা খাতুনের হাত-পা বাঁধা এবং পেটের ভুড়ি বাড়ানো মরদেহ দেখতে পায়। পরে আশেপাশের লোকজন এসে ৯৯৯ ফোন কল দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান,মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (৭ মে) ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে আকাশ থানায় এসে তার মায়ের সাবেক স্বামীসহ ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছে। তদন্ত চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat