নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই ও মহাদেবপুরে পশুর হাটে নির্ধারিত মূল্যের অধিক খাজনা আদায় এবং রশিদে টোলের পরিমাণ না লেখায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ইজাদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ৪ টায় নওগাঁ জেলা প্রশাসন মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
এর আগে এদিন বিকেল ৩ টায় আত্রাই উপজেলায় হাট চলাকালীন সময় মোবাইল কোর্টের বিচারক জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ, শিক্ষা ও কল্যাণ) সাকিব বিন জামান প্রত্যয় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে একই দিনে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরী হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা। এসময় কোরবানির পশু বিক্রয়ে সরকার নির্ধারিত টোলের অধিক হারে আদায় করায় ওই হাটের ইজারাদারকে তিনি ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাকিব বিন জামান প্রত্যয় বলেন, আত্রাই পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশী টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগের পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং রশিদে টোলের পরিমাণ না লেখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারদার আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat