নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের অন্যতম হোতা আরিফুল ইসলাম এর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় তার কাছ থেকে একাধিক ব্যক্তির খারিজের কাগজপত্র উদ্ধার করা হয়। আরিফুল ইসলাম উপজেলার আকবরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মো: আফজাল হোসেন এর ছেলে।
বৃহস্পতিবার ( ১১ ) জুলাই দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন অভিযান পরিচালনা করে এ রায় প্রদান করেন।
এবিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, এই উপজেলায় যোগদানের পর থেকেই দালাল মুক্ত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম নামক এক যুবককে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিঞ্জাসাবাদে আরিফুল তার অপরাধ স্বীকার করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুধু ভূমি অফিস নয়, পুরো উপজেলা কে দালাল মুক্ত করতে সকল সচেতন নাগরিকের সহযোগী কামনা করেন। এছাড়া এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat