প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৪, ১১:৪৫ পি.এম
নন্দীগ্রামে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
নন্দীগ্রামে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মজুদ ও পণ্যের মোড়ক পরিবর্তন করে পণ্যের গায়ে নতুন মোড়ক লাগিয়ে বিক্রি করার অপরাধে নন্দীগ্রাম সদর ইউনিয়নের স্বপন চন্দ্র নামের এক কীটনাশক ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সহকারী কমিশনার ওবিজ্ঞ ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড প্রদান করেন।
প্রাপ্ত তথ্য জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার সদর ইউনিয়নের হাটুয়া গ্রামের কীটনাশক ব্যবসায়ী স্বপন চন্দ্র তার নিজ বাড়ি ও কীটনাশকের দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশকের মোড়ক পরিবর্তন করে পণ্যের গায়ে নতুন মোড়ক লাগিয়ে সেসব পণ্যে মজুদ রেখে তা বিক্রয় করে আসছিলেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে (১৩মে) সোমবার ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে তার দোকান ও বাড়ি থেকে ৫০ কার্টুন মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করেন বগুড়ার সহকারী কমিশনার ওবিজ্ঞ ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, থানা পুলিশসহ এপিবিএনএর সদস্যারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat