ফজলে রাব্বী, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেবা হবে বিশ্বময়”,এ স্লোগান নিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার এবং ৯ম বিজ্ঞান অলিস্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২২ জানুয়ারী ) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক আশিকুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী,পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ডাঃ ফজলার রহমান প্রমুখ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।এই ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত যন্ত্র প্রদর্শন করেন।