কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্রছাত্রীরা,
বুধবার দুপুরে উপজেলার রাণী দিনমনি (আর, ডি) বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে ছাত্রছাত্রীরা রাণী দিনমনি (আর, ডি) বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
ক্ষুদিরাম কুমার সাহার পদত্যাগের দাবি জানানো হয়।
রাণী দিনমনি (আর, ডি) উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের ফটোক হতে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে,
পরে স্কুল গেটের সামনে এক সমাবেশ আয়োজন করে, সমাবেশে প্রধান শিক্ষকের অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্রী মারিয়া ইসলাম,
তিনি বলেন আমাদের প্রধান শিক্ষক স্যার তিনি নিয়মিত স্কুলে আসেন না, এলে ঠিকমতো ক্লাস করেন, এসব বিষয় আমরা স্যারের সাথে কিছু বলতে গেলে তিনি আমাদের নিজে এবং থানা পুলিশের ভয় দেখান, এবং তিনি বলেন ১৭ লক্ষ টাকা দিয়ে এই স্কুলের প্রধান শিক্ষক হয়েছি, এমনি এমনি হই নাই।
নবম শ্রেনী পড়ুয়া আরেক ছাত্র মাসুম মুসফিক কালবেলা কে বলেন, আমরা এই দুর্নীতিবাজ স্যারের পদত্যাগ চাই, যে পর্যন্ত পদত্যাগ না করবে আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো।
১০ শ্রেণীর বিজয় আহমেদ মিলন বলেন আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই যায়গা থেকে একপাও ও নোড়বো না, আমরা এই দুর্নীতিবাজ শিক্ষকের পদত্যাগ চাই।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat