নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংগঠন “নাট্যচক্র” গ্রুপ থিয়েটারের দুই যুগ পূর্তি উৎসব।
দিবসটি পালন উপলক্ষে বুধবার (১৫ জানুয়ারী) রাত ৯টার দিকে পৌর শহরের রেলগেট এলাকায় কাটাখালি নদীর পাড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও কেক কর্তন করা হয়।
নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীম মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা, মো: ইব্রাহিম হোসেন, উপদেষ্টা নাট্যকার আহমেদ শরীফ, উপদেষ্টা রফিকুল ইসলাম, নাট্যচক্র গ্রুপ থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন চন্দ্র দাস, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, নাট্যচক্র শিশু কিশোর দলের সভাপতি মনজুরুল আলম রুবেল, সাধারণ সম্পাদক জেপি উল্লাস, নাট্য চক্র সিরাজগঞ্জ অনলাইন বিষয়ক সম্পাদক শাকিব উৎস প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ইমরান মুরাদ, ইব্রাহিম হোসেন, সুমন, মুন্নি, জাহাঙ্গীর আলম, বাবুলসহ নাট্যচক্রের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।