নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে আলহাজ্ব নুর সাঈদ সরকার ফাউন্ডেশন'র উদ্যোগে রায়গঞ্জ পৌর সভার ৯টি ওয়ার্ডের দল-মত নির্বিশেষে পাঁচশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাব কম্বল বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণী অনুষ্ঠানে মনিরুজ্জামান পলাশের সভাপতিত্বে ও সোহাগ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল)। তিনি তার বক্তব্যে বলেন, এবার শীতের শুরুতেই হাড় কাঁপানো শীতে অনুভূত হচ্ছে। অনেক নিম্ন আয়ের অসহায় দুস্থ লোক শীতের কাপড় কিনতে পারছেনা। এ অবস্থায় আমি তাদের পাশে দাঁড়িয়েছি।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে, সরকারি বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব শেখ, উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোকলেছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শ্রাবন, বিশিষ্ট সমাজ সেবক তমাল সরকার, ধানগড়া পৌর ছাত্র দলের সদস্য সচিব মো. হাছিবুর রহমান, মরহুম আলহাজ্ব নূর সাঈদ সরকারের পরিবারের সকল সদস্যসহ পৌর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শীত বস্ত্র নিতে জবেদা বেওয়া জানান জানান, এবার খুব শীত পড়েছে। জিনিষপত্রের দাম এখন খুব বেশি। শীতের কম্বল কেনা সম্ভব ছিলনা। এই কম্বল দিয়ে শীতের কষ্ট থেকে বাঁচতে পারব।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat