1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ৩ টি গরুসহ বাড়ি পুড়ে ছাই কৃষকের হাত-পা বেঁধে গোয়াল ঘর থেকে ১১ টি গরু চুরি পায়ে হেঁটে গ্রামে গ্রামে ৪০ বছর ধরে ফেরি করে মাছের পোনা বিক্রির মাধ্যমে চলে সংসার  উল্লাপাড়ায় ট্যাংকলরী-সিএজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত রায়গঞ্জে নানার বাড়ি বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল শিশুর মেহেরপুরে আনন্দ ভ্রমণে আক্কাস লেক ভিউ পার্ক  তাড়াশে বিটপীর সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলার ঘটনায় মামলা উল্লাপাড়ায় আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলম রেজা গ্রেপ্তার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে মিসাব আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পলিনেটেই ভাগ্য বদল ইলিয়াসের-৫০লক্ষ টাকার চারা বিক্রি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭৬ Time View

ফজলে রাব্বী,নাটোর প্রতিনিধিঃ

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে,নিরাপদ উপায়ে অধিক ফলন নিশ্চিত করতে,নাটোরে নলডাঙ্গায় শুরু হয়েছে পলিনেট হাউজ ব্যবস্থাপনা।

বিভিন্ন সবজির চারা,ঔষধীয় চারা,ফুল ফলের রোগ মুক্ত চারার নিশ্চয়তা নিয়ে কৃষকদের মাঝে সকল সেরা জাতের চারার মাধ্যমে বিষ মুক্ত-রোগ মুক্ত চারা দিয়ে চাষাবাদ করে সফলতার আশায় এই আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই পলিনেট হাউজ স্থাপন করা হয়।

উপজেলা মিজাপুর দিয়ারপাড়া এলাকায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ নাটোর নলডাঙ্গা কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন উদ্যোগী চাষী ইলিয়াস শেখ।

সরজমিনে নার্সারি ঘুরে দেখা গেল,ইলিয়াছের নার্সারিতে পলিনেট হাউসে ও উন্মুক্ত পরিবেশে চারা উৎপাদন করা হচ্ছে। সবজিই সবচেয়ে বেশি। এর মধ্যে রয়েছে,রঙিন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মরিচ,ক্যাপসিকাম, ব্রকলি, বিটরুট, ওলকপি, বোম্বাই মরিচ, নাগা মরিচ, কুমড়া, পেঁপে, ধুন্দুল। ফলের মধ্যে রয়েছে জাম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারা, আঙুর, ডালিম, বিভিন্ন জাতের আম প্রভৃতি। এ ছাড়া ফুলের মধ্যে আছে গোলাপ, মাধবীলতা, কুঞ্জলতা, গোল্ডেন শাওয়ার। ঔষধি গাছগাছড়ার মধ্যে হরীতকী, লজ্জাবতী, অশোক ও অ্যালোভেরা উল্লেখযোগ্য।

স্থানীয় শ্রমিকরা বলছেন,এই পলিনেট হাউজে কাজ করে,ভাগ্য বলছে তাদেরও। সংসারে ফিরেছে স্বচ্ছলতা।

ইলিয়াস শেখ বলেন,মা-বাবা একমাত্র ছেলে আর একটি বড় বোন রয়েছে। আমি এসএসসির পর কলেজে ভর্তি হয়েছিলাম। বড় বোনের বিবাহ হয়ে গেছে। কিন্তু পরিবারে অভাব-অনটন জেঁকে বসায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই ঢাকায় পোশাক কারখানায় যোগ দেন। কিন্তু মানিয়ে নিতে না পেরে মির্জাপুর গ্রামের বাড়িতে ফিরে আসেন। বাবার দেওয়া কিছু পুঁজি নিয়ে মুদি দোকান দেন। পাশাপাশি ছোট পরিসরে বিভিন্ন ফলের নার্সারি শুরু করেন।

পরে নলডাঙ্গা কৃষি অফিসের মাধ্যমে সুযোগ হয়ে উঠে পলিনেট হাউজের মাধ্যমে উন্নত জাতের সবজি চারা উৎপাদনের ভালো সাড়া পান। এখন তার পলিনেটে ১০ জন লোকের কর্ম সংস্থানের ব্যাবস্থা হয়েছে। পরিবার নিয়ে ভালো দিন কাটছে। পলিনেট হাউজ থেকে উৎপাদিত চারা নিয়ে উপজেলা কৃষি মেলায় টানা তিনবার (২০২৩-২৪) পুরস্কার পান। এই পুরস্কারের ফলে তার উৎসাহ বেড়ে যায়। সরকারি খরচে ২০২৩ সালে ২৭ শতক জমিতে তাঁকে পলিনেট হাউস তৈরি করে দেওয়া হয়। শুরু করেন আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন। লিজকৃত জায়গাতে এই পলিনেট হাউজ ছাড়িয়ে আরো এখন সে তিন বিঘা বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন সবজি ও ফল ও ওষুধি চারা উৎপাদন করে থাকেন।

ইলিয়াছ শেখ আরও বলেন,চারা উৎপাদনে বৈরী আবহাওয়া সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পলিনেট হাউসে সারা বছরই চারা উৎপাদন সম্ভব। রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব কম হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। এখানে উৎপাদিৎ ফসল বাজারজাত ও বিদেশে রপ্তানি করতে সরকারের সহযোগিতা চান,ইলিয়াস শেখ।

সাত প্রজাতির সবজির চারা উৎপাদনের মধ্য দিয়ে শুরু করলেও এখন তিনি ফুল,ফল,সবজি ও ঔষধি মিলে ২৫০ জাতের চারা উৎপাদন করেন। মানসম্মত চারা সরবরাহ করে তিনি ইতিমধ্যে কৃষকের মন ছুঁয়েছেন। তাই নার্সারির নামও দিয়েছেন ‘মনছোঁয়া পলিনেট হাউস অ্যান্ড নার্সারি’। পত্র পত্রিকাসহ বিভিন্ন চ্যানেলে  ফেজবুক, ইউটিউব ও অনলাইন মার্কেটে তিনি এখন পরিচিত মুখ।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন বলেন,এই পলিনেট হাউজ ব্যবস্থা স্থাপনে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২৭ লাখ টাকা,যা সরকারি প্রকল্পের তত্তাবধানে বিদেশি টেকনিশিয়ান দ্বারা বানানো। যা এই কৃষক ইলিয়াস পেয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে। ইলিয়াস শেখ ঢাকায় থাকতো,কিন্তু তার পাশাপাশি কৃষি বিষয়ে আগ্রহী দেখে আমরা তাকে পলিনেটের ব্যবস্থা করি আজ সে আমাদের পরামর্শে ও নিজের প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে। ইলিয়াস শেখের পলিনেট হাউজের এই পদ্ধতিতে উৎপাদিত সকল চারা পোকা মাকড়ের আক্রমণ থেকে নিরাপদ,বিষ মুক্ত মাটি মুক্ত এই ব্যবস্থাপনায় চারা চাষে কৃষক যেমন রোগ মুক্ত চারা চাষ করে অর্থ সাশ্রয়ী হবে রোগ মুক্ত ভেজাল মুক্ত  সঠিক চারা রোপণ করতে সক্ষম হবে এতে করে কৃষক অনেক লাভবান হবে। এছাড়া এই পলিনেটের মাধ্যমে সবজি চারা ঔষুধি চারা ফুল ফলের চারা সকল তাপমাত্রা নিয়ন্ত্রক হিসাবেও কাজ করবে।

পলিনেটেই ভাগ্য বদল হয়েছে ইলিয়াসের-কৃষি সেক্টরে ব্যাপক সারা পড়েছে। ২০২৩ সাল থেকে এখন পযন্ত ৫০লক্ষ টাকার চারা বিক্রি করে সফলতা অর্জন করেছে,ইলিয়াস শেখ।

পলিনেটে সারা বছরই উন্নত ধরনের নিরাপদ চারা ও অসময়ের ফল ফসল উৎপাদন করতে কৃষকে ব্যাপক লাভবানের মুখ দেখাবে। এখানকার চারা চাষ করে কৃষকদের স্বল্প জমিতে অধিক ফল ফসল উৎপাদন করতে কৃষক সক্ষম হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com