নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক শিশু'র পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার সকাল সারে ১০ টার দিকে রায়গঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের আয়ের পাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঐ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক জিয়া। মৃত তাসিন আয়ের পাড়া মহল্লার প্রবাসী মো. রাকিবুল হাসানের ছোট ছেলে।
রায়গঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ বলেন, হাসপাতালের আনার আগেই তাসিন নামে দেড় বছরের শিশুটির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, বাড়ি ও রাস্তার পাশে পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে এলাকাবাসীর সহযোগিতায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat