শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭মার্চ) গভীর রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলেরচর গ্রামের মো.শফিকুল ইসলাম (৩৯) এর পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে মাইজবাগ ইউনিয়নের রাউলেরচর গ্রামের মো. শফিকুল ইসলামের পুকুরে। শফিকুল ইসলাম বলেন, প্রায় ৮০ শতাংশ জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে কাতল, রুই, মৃগেল, সরপুঁটি, তেলাপিয়া, গাসকাপ, সিলবাহার, কাফরু মাছসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি।
এতে আমার প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। আমাদের একই গ্রামের নিকট প্রতিবেশী মো.আবু রায়হান, নজরুল ইসলাম, বাচ্চু মিয়া,জসিম উদ্দিন, শহিদ মিয়া,জুনাঈদ, আশরাফুলদের সঙ্গে আমাদের জমি নিয়া পূর্বে থেকেই ঝগড়া বিবাধ সহ মামলার মোকদ্দমা চলে আসতেছে। দুই তিন দিন আগে আমাদের প্রতিপক্ষের সাথে ঝগড়া হয় আমাদের আর সেই ঝগড়া মধ্যে তারা বলে যে তদের পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলবো বলে হুমকি দেয়। আর আজ আমার পুকুরের মাছ টিকেই বিষ দিয়ে মেরে ফেলছে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এ ঘটনা ঘটিয়েছে।
শুক্রবার রাত অনুমান ০১.০০ টার সময় আমি আমার উক্ত পুকুর দেখিয়া নিজ বসত ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। একই তারিখ সকাল অনুমান ০৬.৩০ মিনিটে আমার আপন চাচাতো ভাই মোঃ সাইদুল ইসলাম (৫৫), পিতা- মৃত আবেদ আলী ফজরের নামাজ আদায় করতে নিজ বসত ঘর থেকে মসজিদে যাওয়া সময় দেখে যে, পুকুরের মাছ যটপট করে মারা যাচ্ছে এবং অনেক মাছ মরিয়া পুকুরের পানিতে ভেসে উঠেছে। তিনি এই ঘটনা দেখে ডাক চিৎকার শুরু করিলে আমিসহ আরও কয়েক জন ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং উপজেলা মৎস্য অফিসার বরাবর ও অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাছ ও পানির নমুনা সংগ্রহ করেছি, পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব গ্রহণ করবো।