রিয়াজুল হক সাগর, রংপুর:
নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি পাটোয়ারী পাড়া গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের আবু বক্কর নামে এক বৃদ্ধকে আটক করে শুক্রবার (১৪ মার্চ) রাতে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (১৫ মার্চ) দুপুরে উক্ত ধর্ষককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়। এ ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে মামলা দায়ের করেন।মামলার সুত্রে পুলিশ জানায়, শিশুটির মা ও বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এতে শিশুটির মা তার একমাত্র মেয়েকে মা ও ভাইয়ের কাছে রেখে শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরবে অবস্থান করছেন। এ অবস্থায় মঙ্গলবার (১১মার্চ) দুপুরে শিশুটি ব্র্রাক স্কুল শেষে মামার বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে আবু বক্কর শিশুটিকে পেঁপে দেয়ার কথা বলে নিয়ে যায় তার ছোট মেয়ের বাড়িতে। ওই বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে জোড়পুর্বক ধর্ষণ করে ওই বক্কর। ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায় শিশুটিকে ওই ব্যক্তি। ঘটনার দুইদিনে মাথায় শুক্রবার (১৪মার্চ) রাতে শিশুটি অসুস্থ্যতা বোধ করলে বিষয়টি তার নানিকে জানায়। যা নিমিষে গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয়রা বক্করকে আটকিয়ে পুলিশে খবর দিলে তাকে নিয়ে যাওয়া হয় থানায়। শিশুটিকে শুক্রবার রাতেই ভর্তি করা হয়েছে নীলফামারী জেনারেল হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ওসি মোস্তাফিজুর রহমান সাঈদ জানান, শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ধর্ষককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) ডাঃ আব্দুর রহিম জানান, শিশুটির চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat