প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৪, ৬:১৮ পি.এম
প্রত্যাশিত সিরাজগঞ্জের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, বদলে যাবো বদলে দেব, আলোকিত জীবন গড়বো এই স্লোগানকে ''প্রত্যাশিত সিরাজগঞ্জ" এর উদ্যোগে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৬০ টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ'র উদ্যোগে আজ সকাল ১২ টায় উপজেলার ধানগড়া করিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলার চাল, চিনি, লাচ্ছা, সেমাই, সুজি, তেল, গুড়া দুধ, লবন, সাবান ও পিঁয়াজ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো.হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য মো. শাহাদৎ হোসেন, মতিন খান, ছামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসাইন, সদস্য মো.শাহাদত হোসেন, মো.সারোয়ার হোসেন, মো. সাদ্দাম আকন্দ, মোমিনুর রশিদ শুভসহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সংগঠনটি ২০১৮ সাল থেকে ঈদ খাদ্য উপহার বিতরণ, ত্রাণ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপনসহ নানা রকম সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat