
ফুলবাড়ী( দিনাজপুর )প্রতিনিধি :
দেশের বর্তমান সৃষ্ট পরিস্থিতি থেকে দ্রুত উত্তরন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও সমাজ থেকে মাদক নির্মল করতে ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট ফুলবাড়ি উপজেলার রুদ্রানী হাই স্কুল মাঠে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অধিনায়ক এবিএম জাহিদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, থানার অফিসার ইনচার্জর মোস্তাফিজার রহমান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান নবিউল ইসলাম, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন।
অনুষ্ঠানে বক্তারা বলেন দেশে যা ঘটে গেছে সেটি অতীত, এখন দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে সকলকে ভূমিকা রাখতে হবে, মাদকমুক্ত সমাজ গড়তে হবে, মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে গাছ,ছাতা,সাইকেল ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ করা হয়।