নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে বজ্রপাত মোকাবেলা ও রাস্তার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে তালবীজ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) দুপুরে উপজেলার গোড়শাহী চারমাথা মোড় থেকে জাইজাতা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার জুড়ে রাস্তার দুই পাশে সাড়ে চার হাজার তালবীজ রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বা দুর্যোগ মোকাবেলা করতে উষা সমবায় সমিতির সৌজন্যে এই কর্মসূচির উদ্বোধন করেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো শাহজাহান আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস, বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মো.গোলাম কিবরিয়া। সাংবাদিক সংস্থার যুগ্ম সম্পাদক মো. মিঠু হাসান, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো.জিল্লুর রহমান, উষা সমবায় সমিতির পরিচালক মো.সাঈদ আল সাহাফ ও মো.পারভেজ হোসেনসহ এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
থানার অফিসার ইনচার্জ মো শাহজাহান আলী এলাকাবাসির এমন উদ্যােগ কে স্বাগত জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং বজ্রপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অনাবৃষ্টি, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে দেশে প্রতিবছর শত শত লোক মারা যাচ্ছে। আর এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বা দুর্যোগ মোকাবেলা করতে তালগাছের গুরুত্ব অপরিসীম।
আয়োজকরা বলেন, তাল গাছ খরা মোকাবেলা ও বজ্রপাত নিরোধে সহায়ক ভূমিকা পালন করে।তাই তালের চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। দেশের খরা প্রবণ এলাকায় অধিক পরিমাণে তালের চারা রোপণের ফলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। এতে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat