কামারখন্দ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় চালকল মালিককে আসামি করে নিহত পরিবারের করা মামলায় চালকল কারখানার মালিক আজাহার আলী (রাজা)কে গ্রেপ্তার করে ঐ দিনই আইনী প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এ ব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মালিকের রাইচ মিলের ক্রটিপূর্ণ বয়লার ব্যবহারের কারণে গুরুতর আঘাতে ও অবহেলা জনিত শ্রমিকের মৃত্যুর ঘটনার অপরাধে নিহত শ্রমিকের বাবা রবিয়াল সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।উল্লেখ,শুক্রবার ভোরে উপজেলার জামতৈল পশ্চিম পাড়া মের্সাস আজাহার অটো চাল কল কারখানায় ফজল আলী নামের এক শ্রমিক মারা যায়। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat