দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বহুল আলোচিত ক্লুলেস রায়গঞ্জ থানার চাচা-ভাতিজা হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে অন্যতম প্রধান আসামিসহ ৩ জন গ্রেফাতার করেছে যার্ব -১২, সিরাজগঞ্জ।
উল্লেখিত, মামলার এজাহারের বর্ণনা মতে, গত ১৬ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক রাত ১০.১০ ঘটিকায় বৈকন্ঠপুর এলাকা হতে মো. রিয়াজ উদ্দিন সেখ (২১), পিতাঃ মো. বদিউজ্জামান সেখ ও মো. হৃদয় সেখ (১৮), পিতাঃ তোতা সেখ সর্ব সাং- বৈকন্ঠপুর, থানা- রায়গঞ্জ ও জেলা- সিরাজগঞ্জ নিখোঁজ হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ )বিকাল আনুমানিক সাড়ে চারটায় রায়গঞ্জ থানাথীন বেংনাই মৌজাস্থ্য ভেড়াদহ বেইলী ব্রীজ (ধানগড়া টু পাঙ্গাসীগামী পাকা রাস্তায় বৈকন্ঠপুর বাজারের পশ্চিমে বেইলী ব্রীজ) এর দক্ষিনে ভেড়াদহ নামক দহের পূর্ব পাড়ে কাঁদা পানিতে কচুরি পানার মধ্যে উপুর অবস্তায় দুইটি মরদেহ ভেষে আছে। লাশ উদ্ধার পূর্বক সুরতাল রিপোর্ট প্রস্তুত করিয়া ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ( ২১ মার্চ) সকাল সাড়ে দশটায় যার্ব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন বৈকন্ঠপুর এলাকা হতে মো. রবিউল ইসলাম (২৫), পিতা- মো. সুরুজ্জামান শেখ, মো. আবু হানিফ (২৪), পিতা- মো. আব্দুল মালেক সরকার, মো. ফেরদৌস শেখ (১৮), পিতা- আঃ রাজ্জাক শেখ , সর্ব সাং- বৈকন্ঠপুর, থানা- রায়গঞ্জ ও জেলা- সিরাজগঞ্জ, গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীগণ মো. রবিউল ইসলাম (২৫), পিতা- মো. সুরুজ্জামান শেখ, মো. আবু হানিফ (২৪), পিতা- মো. আব্দুল মালেক সরকার, মো. ফেরদৌস শেখ (১৮), পিতা- আঃ রাজ্জাক শেখ , সর্ব সাং- বৈকন্ঠপুর, থানা- রায়গঞ্জ ও জেলা- সিরাজগঞ্জ।
দীপংকর ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার যার্ব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।
শনিবার ( ২২ মার্চ)সকাল সাড়ে এগারোটায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat