দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জ পৌরসভার রাস্তার পাশে ড্রেন নির্মাণের সময় একটি বাড়ির পুরনো সীমানা প্রাচীর ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ ই মার্চ) সকাল সাড়ে দশটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বেপারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাজা শেখ (৩৬) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের মানিক শেখের ছেলে। নিহত অপরজনের বাড়ি সদর উপজেলা বহুলী গ্রামে। তবে তার পুরো পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে সদর উপজেলার শিবনাথপুর গ্রামের মৃত ফজল মন্ডলের ছেলে আব্দুল খালেক (৬০) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সদর উপজেলার শিবনাথপুর গ্রামের মৃত ফজল মন্ডলের ছেলে। অপর আহতকে শ্রমিককে আশংকাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপারীপাড়া সড়কে পৌরসভার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। ইমরুল হাসান নামে এক ব্যক্তির বাড়ির পুরনো সীমানা প্রাচির ঘেঁষে ড্রেনের খনন কাজ করছিল শ্রমিকরা। ওই সীমানা প্রাচীরের চেয়েও গভীর করে ড্রেন খনন কাজ করায় নিচের মাটি আলগা হয়ে যায় প্রাচীরটি ধসে যায়। এ সময় বসে যাওয়া সীমানা প্রাচীরের নিচে পড়ে যায় চার শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় চার শ্রমিককে হাসপাতালে পাঠায়৷ হাসপাতালে যাওয়ার পথে দুজন মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র রাস্তার পাশে ড্রেন নির্মাণকালে একটি বাড়ির প্রাচীর ধসে চারজন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা গেছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat