নিজস্ব প্রতিবেদক
বালুমহাল নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মিমাংসার কথা বলে ডেকে নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলামের ছেলে সবুজ ইসলামকে (৩৬) মারধরের অভিযোগ উঠেছে। আহত সবুজ ইসলাম সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মে) রাত ১০টার দিকে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকালে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. নজরুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দিয়েছেন। আসামীরা হলেন, কান্দাপাড়া এলাকার আব্দুর রহিম (৫২), মনিরামপুর এলাকার মাহবুবে ওয়াহিদ শেখ কাজল (৪০), কান্দাপাড়া গ্রামের রাজিব হোসেন (৩৫), আকাশ (৩০), মাসুদ রানা (৪২), সোহেল রানা (৩০), রাসেল (২৭), রাহুল (২৪), সেতু (২৪), পারভেজ (২৪), ফয়সাল আহমেদ সেতু (৩২), দ্বাবারিয়া এলাকার কাউসার আহমেদ, শেরখালি এলাকার মামুন (৩৩), ওয়ারেছী সাগর (৩৩), চালা শাহজাদপুর এলাকার নেছারুল (৩৮) ও রামবাড়ী গ্রামের তারিকুল (৩০)।
মামলায় বাদী উল্লেখ করেন, তার ছেলে সবুজ ইসলাম দরগাচর এলাকায় করতোয়া নদীতে দীর্ঘদিন ধরে বালুমহাল পরিচালনা করে আসছে। বালুমহাল নিয়ে আসামীদের সাথে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামীরা দরগার চর বালুমহালে গিয়ে কর্মরত শ্রমিক-কর্মচারিদের ভয়ভীতি ও হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।
এই বিরোধ মিমাংসার জন্য বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজীব হোসেন সবুজ ইসলামকে দ্বারিয়াপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারা দিলরুবা বাসস্ট্যান্ড এলাকা পৌঁছলে আসামীরা পূর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সবুজ ইসলামের উপর হামলা চালায়। এ সময় তার মাথায় রিভলবার ঠেকিয়ে হত্যার হুমকি দেয় আব্দুর রহিম ও মাহবুবে ওয়াহিদ শেখ কাজল। এরপর বাকী আসামীরা সবুজ ইসলামের উপর ঝাপিয়ে পড়ে দেশীয় অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করা হয়। এতে সবুজের মাথা হাতসহ শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। সবুজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা প্রাণনাশের হুমকি দিতে দিতে চলে যায়।
আসামীরা সবুজের মোবাইল ফোন ও নগত ৩৭ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে মামলায় বাদী উল্লেখ করেন। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী বলেন, এ বিষয়ে থানায় একটা লিখিত এজাহার দেওয়া হয়েছে। এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয় নাই।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat