প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৪, ১:৩১ এ.এম
বিদ্যুৎদের সংযোগ খুলতে গিয়ে যুবকের মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তহিদুল ইসলাম মিঠু (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনছাতা গ্রামে। নিহত মিঠু ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তহিদুল একজন অটো চালক। সে তার বাড়িতে অটো চার্জারে চার্জ দেয়। প্রতিদিনের মতো আজ সকালে নিজ বাড়িতে চার্জ দেয়া অটো চার্জার ভ্যানের সংযোগ খুলতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন তিনি।
ঘটনার সত্যত্য স্বীকার করে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমনি দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat