বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের মত সিরাজগঞ্জের বেলকুচিতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে পৌর এলাকার বেলকুচি মহিলা ডিগ্রী কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুকুন্দগাঁতি বাসস্ট্যান্ডে এলাকায় এসে শেষ হয়।
পরে মুকুন্দগাঁতি বাসস্ট্যান্ডে এলাকায় যাত্রী ছাউনির সামনে প্রতিবাদ সমাবেশ করে আন্দোলন সমর্থনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা হাতে বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে ‘এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার’, ‘আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ’, ‘লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে’, ‘ভুয়া, ভুয়া ছাত্ররা আমাদের ভাই, ভাই হত্যার বিচার চাই’ বলে সরকারবিরোধী নানামুখী স্লোগান দেন।
সমাবেশে সাধারণ শিক্ষার্থী মুছা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat