দৃশ্যপট ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নবগঠিত সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ফাহিম বিশ্বাসকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার মুখপাত্র টি, এম মুশফিক সাদের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, 'সিরাজগঞ্জ জেলার নবগঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব ফাহিম বিশ্বাস। আপনার বিরুদ্ধে নিজ সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি এবং সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ এসেছে।
কিন্তু সংগঠন আপনার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেবে না, এই মর্মে আগামী ২ দিনের মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
বুধবার (১২ মার্চ) দুপুরে এ বিষয়ে ফাহিম বিশ্বাস বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। শোকজের বিষয়টি জেনেছি, তবে চিঠি এখনো হাতে পাইনি।
(ছবি সংগ্রহীত)
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat