দৃশ্যপট প্রতিদেক:
সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফজলু শেখ (৪৫) নামে এক শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামী স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের সমর্থক আবু তালেবকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে সম্প্রতি থানা চত্বরে বিশৃঙ্খলা, উপজেলা চেয়ারম্যান প্রার্থীর উপরে হামলার অভিযোগেও মামলা রয়েছে।
শনিবার (৪ মে) বিকেলে উপজেলার সুবর্নসাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু তালেব বেলকুচি উপজেলার সুবর্নসাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আবু তালেব গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠিত বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি। শনিবার বিকেলে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মূহুর্তে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের বাসিন্দা আওয়ামীলীগের এমপি প্রার্থী আব্দুল মমিন মন্ডলের আস্থাভাজন শ্রমিকলীগ নেতা মোতালেব সরকারের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হন ফজলু শেখ। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া গ্রামের তোফাজ্জল শেখের ছেলে। এ ঘটনায় ওই বছরের ২৫ ডিসেম্বর রাতে নিহত ফজলু শেখের ভাই বিপুল রহমান বাদী হয়ে মোতালেব সরকারকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat