দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন ব্রহ্মগাছা ইউনিয়নের অন্তর্গত চর ব্রহ্মগাছা গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রহ্মগাছা ইউনিয়ন শাখার উদ্যোগে ১ নাম্বার ওয়ার্ডে রমজানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্রহ্মগাছা ইউনিয়ন সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম। ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মো: কামরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত যুগ্ম-সাধারণ সম্পাদক
জনাব আসাদুল্লাহ খান সজল, রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব মোঃ হুজাইফা হিজল, রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ধানগড়া উত্তর শাখার সভাপতি জনাব মোঃ সুমন শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও পবিত্রতা রক্ষার বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে রমজান মাসের জন্য সরকারের নিকট শ্রমিকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার দাবি করেন।