নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ: গভীররাতে সিরাজগঞ্জ শহরে ঘোরাঘুরির সময় তিন শিশু-কিশোরকে উদ্ধার করেছে থানা পুলিশ। তারা ট্রেনযোগে তারা সিরাজগঞ্জে আসে। এদের মধ্যে দুজন ঢাকা ও একজ টাঙ্গাইলের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার শিশু-কিশোররা রা হলো- ঢাকার হাতিরঝিল থানার নয়াটোলা চেয়ারম্যান গলির শিশুপার্ক সংলগ্ন রফিকুল ইসলামের ছেলে আল আমিন (১২), সবুজবাগ থানার দক্ষিণগাঁও ২ নম্বর গলি এলাকার মমতাজ হোসেনের ছেলে মোহাম্মদ আসিফ (১৩) এবং টাঙ্গাইল সদরের কাশিপুর গ্রামের সবুজ আলীর ছেলে মো. জিসান (১০)। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঢাকার কমলাপুর থেকে দুই শিশু এবং টাঙ্গাইল থেকে এক শিশু ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে উঠে শুক্রবার রাতে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে এসে নামে। তারা রাতে বাজার স্টেশন এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল। বিষয়টি পুলিশের নজরে আসলে টহল পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, শিশু-কিশোরদের অভিভাবকদের সন্ধানের সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে। সন্ধান পাওয়া গেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat