ফজলে রাব্বী,নাটোর প্রতিনিধিঃ
ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রান মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার নলডাঙ্গা বাজারে সর্বসাধারন মুসল্লি ও ছাত্র জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ হয়।
বিক্ষোভ মিছিলটি নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদ হতে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে শেষ হয়। পরে নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ করেন।সমাবেশে বক্তব্য রাখেন,আশরাফুল ইসলাম,মোহমিনুল হক,নাটোর এন এস কলেজের ছাত্র সোহানুর রহমান,আশিকুর রহমান প্রমুখ।
সমাবেশে মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে অবমাননা করায় পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানের শাস্তি দাবী করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat