দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামছুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি নির্ধারণ, উদযাপনের পরিকল্পনা এবং দায়িত্ববণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।